শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৯:২৭

মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই : তথ্য মন্ত্রী

মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই : তথ্য মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই।

তিনি বলেন, ‘বিএনপির কর্মীদের দ্বারাই তারা সমালোচিত। যে দলের এই অবস্থা সেই দলের মহাসচিবের হুইসেল বাজালেই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর। বিএনপি কোনো একটা অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে সে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।’

শনিবার দুপুরে মন্ত্রী চট্টগ্রাম বেতার কেন্দ্র পরিদর্শন শেষে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় বেতারের আবাসিক প্রকৌশলী নিত্য প্রকাশ বিশ্বাস, আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার ও উপ-বার্তা নিয়ন্ত্রক মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে