সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৭:৪২

হজ পালনের খরচ বাড়ল

হজ পালনের খরচ বাড়ল

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে আজ হজ প্যাকেজ-২০১৬ অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি জাতীয় হজ এবং ওমরাহ নীতি-২০১৬ খসড়ার অনুমোদন দেওয়া হয়।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
 
এখন থেকে হজে যেতে আগ্রহী মুসল্লিদের প্যাকেজ-১-এর মাধ্যমে হজ পালনে খরচ হবে ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-২-এ ৩ লাখ ৪ হাজার টাকা।
 
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান।
 
শফিউল আলম জানান,  কোরবানিসহ হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। মৌলিক ও অভিন্ন খরচ ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। গতবছরের চেয়ে এবার মৌলিক ও অভিন্ন খরচ বেড়েছে ৭ হাজার টাকা। এছাড়া সরকারিভাবে ৫ হাজার এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন।
 
এবারের হজে ব্যয় বাড়ার কারণ জানতে চাইলে সচিব বলেন, ডলালের মূল্যসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় হজের খরচ বেড়েছে।
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে