নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে ও আরও ১৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।