বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০১:১৮

বাসার ভেতরে র‍্যাবের অভিযান, ঘরে বসে ছিলেন চিন্তিত রাসেল

বাসার ভেতরে র‍্যাবের অভিযান, ঘরে বসে ছিলেন চিন্তিত রাসেল

অবশেষে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিন। বৃহস্পতিবার বিকালে তাকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব।

বাসার ভেতরে যখন র‍্যাবের তল্লাশি চলছিল তখন বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের পাশাপাশি ভুক্তভোগী ও উৎসুক জনতা ভিড় করে। এসময় বাসার ভেতরে কালো টি-শার্ট, জিনস্ প্যান্ট পরিহিত অবস্থায় বসে থাকতে দেখা গেছে ইভ্যালির সিইও রাসেলকে। ঘরের ভেতরেই জুতা পরে বসে থাকা রাসেলকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। সামনে ছিল পানির বোতল। বিকাল ৫টা২০ মিনিটের দিকে তাকে বাসা থেকে বের করে আনেন র‍্যাব সদস্যরা। পরে তাকে র‍্যাবের গাড়িতে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে