রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৭:২৩

এখন আর ছেঁড়া কাপড় বা খালি পায়ে মানুষ দেখা যায় না, কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

এখন আর ছেঁড়া কাপড় বা খালি পায়ে মানুষ দেখা যায় না, কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না: তথ্যমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'তারা বলে আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, কিন্তু নির্বাচন কখনই কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। রাত ১২টায় যারা টেলিভিশনে বড় বড় কথা বলে, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে সেটি কোনোদিন বাস্তবায়ন হবে না। সুতরাং মিথ্যা স্বপ্ন দেখে লাভ নেই।'

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'আজকে বাংলাদেশ বদলে গেছে এবং প্রতিটি মানুষের চেহারা বদলে গেছে। এখন আর ‘বাসি ভাত দেন’ কথাটা শোনা যায় না। ছেঁড়া কাপড় বা খালি পায়ে মানুষ দেখা যায় না। কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয়, গ্রাম-গ্রামান্তরেও লেগেছে। গ্রামগুলোও এখন শহরে পরিণত হয়েছে।'

এ সময় ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গ্রামে বসে এখন সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পরছে। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।’

পদ্মা সেতু নিয়ে বিএনপির নেতিবাচক প্রচারণার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা বলেছিল, পদ্মা সেতু হবে না। কিন্তু শেখ হাসিনার সরকার সেই পদ্মা সেতু বানিয়ে দেখিয়েছে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন বিএনপি নেতারা এই পদ্মা সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে।’

ড. হাছান মাহমুদ আরো বলেন, শেখ হাসিনা সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। যে কারণে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সমগ্র দেশের উন্নয়নের মধ্যেই জাতি ও রাষ্ট্রের উন্নয়ন হয়। আর তাই দেশের প্রতিটি প্রান্তে যেন উন্নয়ন ছোঁয়া সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, চরফ্যাশন উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে আমি মুগ্ধ, এখানে সারা দেশ থেকে পর্যটকরা আসেন। দেশের অনান্য অঞ্চলের মতো চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে সব কিছুই এখন হাতের নাগালে। এখন সুদূর কুকরিমুকরি থেকেও অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ভর্তিও আবেদন করা যায়, কৃষকরা ক্ষেতে বসেই কর্মকর্তাদেও সঙ্গে বলে সমাধান পাচ্ছেন।

এ সময় আরও বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল। বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মো. কায়সার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে