ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্মসূচির ক্ষেত্রে নতুন করে চিন্তা করতে হবে। সঠিকভাবে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারের পতন ঘটাতে হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘কলঙ্কিত ১/১১ সংবিধান ও গণতন্ত্র দুঃসময়ের কাল’ শীর্ষ আলোচনা
সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট।
মির্জা ফখরুল বলেন, দেশে এখন পার্টি অফিসের সামনে সমাবেশ করতেও অনুমতি লাগে, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অনুমতি লাগে। অনুমতি নিয়ে চলছে গণতন্ত্র।
তিনি বলেন, গণতন্ত্রের বিরোধী শক্তিরা ঐক্যবদ্ধভাবে ১/১১ ঘটিয়েছে। আওয়ামী লীগ তাদের বৈধতা দিয়েছে। এ সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন।
মির্জা ফখরুল বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না।
আলোচনায় অন্যদের মধ্যে বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ছাত্র দলের সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ নাসির, নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম