সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬, ০৭:২৬:৩৪

শিবিরের গুলিতে আহত রাবি ছাত্রলীগ নেতার সফল অস্ত্রোপচার

শিবিরের গুলিতে আহত রাবি ছাত্রলীগ নেতার সফল অস্ত্রোপচার

জুবায়ের রাসেল: শিবিরের গুলিতে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন সরকারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন অর্থপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাঈদ বাবু।
অস্ত্রোপচার শেষে ড. আবু সাঈদ বাবু জানান, ‘রোগী সম্পন্ন সুস্থ রয়েছেন, আশা করছি আগামী এক সপ্তাহ বিশ্রাম নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।’
অস্ত্রোপচার শেষে শাওন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তী করা হয়েছে।
অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলে শাওন সরকার বলেন, ‘দ্রুত সুস্থ হওয়ার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন।’
বঙ্গবন্ধুর আদর্শ নিজের মননে ধারণ করা ইচ্ছে ব্যক্ত করে শাওন আরো বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ আমার মননে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের হাতকে আরও শক্তিশালী করতে পারি।’

 

এতো দিন শাওনের সময় কিভাবে কাটতো জানতে চাইলে হাসপাতালে আসা শাওনের বড় ভাই সজল সরকার জানান, ‘তার হাত যে অকেজো হয়ে গেছে, তারপরও সে ছাত্রলীগের জাতীয় সম্মেলনসহ প্রতিটি কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। ছাত্রলীগের জন্য শাওন ওর জীবনটাও দিতে পারে। ও একদম অন্যরকম। 

গুলিতে আহত হওয়ার পর সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য শাওনের পরিবারের পক্ষ থেকে সজল সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সে সময় প্রধানমন্ত্রী সুচিকিৎসার জন্য যেভাবে নির্দিশ দিয়েছিলেন তা সত্যিই বিরল। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দাবী করছি মাননীয় প্রধানমন্ত্রী যেন এভাবেই যেন সারাজীবন শাওনকে স্নেহ করেন।

 

উল্লেখ্য, শাওনের বাড়ি রাজশাহী জেলার বাঘার নওটিকা গ্রামে। ২০১৩ সালের ২২শে আগষ্ট রাত আনুমানিক ৯টার কিছু পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিবিরের অতর্কিত হামলার শিকার হন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন তুহিন এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক শাওন সরকার। অতর্কিত সেই হামলায় শিবির ক্যাডাররা তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেয় এবং শাওনকে গুলি করে।
সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকায় পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর দু’জনই সুস্থ হন। তবে শাওনের গুলিবিদ্ধ হাতে থেকে যায় একটি ‘রড’। ফলে এতো দিন তিনি তার ডান হাত দিয়ে কোন ধরণের ভারি কাজ করতে পারেননি। দীর্ঘদিন পর আজ অস্ত্রোপচার করে শাওনের হাত থেকে সেই রডটি বের করা হয়েছে।  
১১ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে