ঘুষ, দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, 'আমরা একটি অফিস দেখছি এখানে, সেখানে লেখা আছে 'আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত'। এ তথ্য কি সঠিক? এ কথা কি মানুষ বিশ্বাস করে? সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি হয় না, কেউ বিশ্বাস করে? আমি করি না।
এই ব্যাপারে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, আমি গত সপ্তাহে আমার ছেলের নামে একটি জমি, আমি তার পিতা, আমি সংসদ সদস্য, আমি মন্ত্রী , মনিরামপুরের ৫ লাখ লোকের আমি জনপ্রতিনিধি, আমি সরকারি একটি মিল্ক ভিটা ফ্যাক্টরি করবো বলে দলিল করতে পাঠিয়েছিলাম। দুঃখজনক ঘটনা, এই দুর্নীতির রেট আছে। রেট দেওয়া হয় দলিল করার জন্য। এক সপ্তাহ আগের কথা আমি লজ্জায় কাউকে বলিনি। আজকে আমার সামনে পড়ার কারণে আমি বলছি। এই সাইনবোর্ডটা যেন না থাকে। থাকলে এ ধরণের সাইনবোর্ড দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে এমআরডিআই আয়োজিত জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত জনসচেতনতা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। কখনো মিথ্যা তথ্য দেয়া উচিৎ নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে।