এবার ভরি প্রতি স্বর্ণের দামে বড় পতন। এক লাফে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামী শুক্রবার থেকে এই মূল্য কার্যকর হবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।