শনিবার, ০২ অক্টোবর, ২০২১, ০৬:১০:০৮

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মহিব উল্লাহকে হত্যা : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে ফিরতে চাওয়ায় মহিব উল্লাহকে হত্যা : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : আলোচিত রোহিঙ্গা নেতা মহিব উল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের সম্মুখীন করা হবে। তিনি নিজ দেশ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন, সেকারণে কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

আজ শনিবার গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘এ হত্যাকাণ্ডে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ ব্যাপারের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ড. এ. কে. আব্দুল মোমেন।’

এর আগে গত বুধবার রাতে কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের লম্বাশিয়া এলাকায় নিজের সংগঠনের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ। পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে