শনিবার, ০২ অক্টোবর, ২০২১, ১১:২১:৫৯

বাংলাদেশে আগে শয়তানের রাজত্ব চলেছিল: হাসানুল হক ইনু

বাংলাদেশে আগে শয়তানের রাজত্ব চলেছিল: হাসানুল হক ইনু

রোহিঙ্গা নেতা মহিব উল্লাহ এর হত্যাকারীদের খুঁজে বের করতে প্রশাসনকে আহ্বান জানান জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, জাতীয় সমাজ তান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু যারা প্রত্যাবাসন বিরোধী, যারা এদেশকে মিয়ানমারে পরিণত করতে চায় এবং সন্ত্রাস ও রাজত্ব কায়েম করতে চায় তারা রোহিঙ্গা নেতা মহিব উল্লাহকে হত্যা করেছে। কারণ মুহিবুল্লাহ চেয়েছিল এদেশ থেকে রোহিঙ্গারা নিজেদের দেশে চলে যাক। তার খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

শনিবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘী পাড়স্থ নিজেদের কার্যালয়ে কক্সবাজার জেলা জাসদ আয়োজিত এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সাবেক তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, 'রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে প্রতিনিয়ত মাদক ও অস্ত্র ব্যবসা হচ্ছে। এসব অবৈধ ব্যবসা দেশে ছড়িয়ে পড়ুক তা আমরা সহ্য করতে পারবো না। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হোক।' 

তিনি বলেন, 'বাংলাদেশে আগে শয়তানের রাজত্ব চলেছিল। খালেদা জিয়ার নেতৃত্বে রাজাকারের সরকার প্রতিষ্ঠা লাভ করেছিল। তারা বাংলাদেশ দখল করে নিয়েছিল। আমরা এ দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আর খালেদা জিয়া রাজাকারদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও লুটেরাজের রাজত্ব কায়েম করতে চেয়েছিল।' 

আন্দোলনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে আর বিএনপি তলিয়ে গেছে। এখনো কিছু ঘরের ইঁদুর আওয়ামী লীগে রয়েছে, যাদের কোনো দলমত নেই তারা আওয়ামী লীগকে ধ্বংসের পথে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেন ইনু। 

জেলা জাসদের সভাপতি নইমুল হাসান চৌধুরী টুটুলের সভাপতিত্ব ও যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুর সঞ্চালনায় মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে