হঠাৎ ইলিশ কেনার হিড়িক! নিষেধাজ্ঞার খবরে মধ্যরাতেও কারওয়ান বাজারে এই অবস্থা তৈরি হয়। ইলিশের প্রজনন নিরাপদ করতে রোববার মধ্যরাত থেকে ২২ দিন সারা দেশের ৩৮ জেলার ১৭৪টি উপজেলায় নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময়ে ইলিশ আহরণ, মজুত, সরবরাহ, বিক্রি ও বিনিময় আইনত দণ্ডনীয়।
আগামী ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না বলে রোববার শেষ দিনে ইলিশ কিনতে বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। এদিন মাছের আড়তে ভিড় করেন হাজারো মানুষ। তবে বাজারে বড় সাইজের ইলিশের সরবরাহ কিছুটা কম ছিল। ইলিশ ধরা ও বিক্রি বন্ধের শেষ দিনে কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আড়তদাররা জানান, রোববার সারাদিনই ক্রেতারা বাজারে এসেছেন। ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে সরগরম ছিল মাছের বাজার। সন্ধ্যার পর থেকে ভিড় আরও বাড়তে থাকে বলে জানান তারা।