সোমবার, ০৪ অক্টোবর, ২০২১, ০৫:৩৮:৪৯

বিএনপির নেতৃত্বের দু'জনই দণ্ডিত আসামি, একজন দেশান্তরী: প্রধানমন্ত্রী

বিএনপির নেতৃত্বের দু'জনই দণ্ডিত আসামি, একজন দেশান্তরী: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ কোন সুখের স্বপ্ন, কোন আশার আলো দেখে বিএনপিকে ভোট দেবে? এতিমখানার অর্থ আত্মসাৎ, একুশে আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ার কারণে বিএনপি নির্বাচনে বিজয়ের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আজ সোমবার বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুলের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, এতিমের অর্থ আত্মসাৎ, ২১ আগস্টে গ্রেনেড হামলা, দশ ট্রাক অস্ত্র মামলা, অগ্নিসন্ত্রাদের দায়ে তাদের নেতৃত্বের দু'জন দণ্ডিত আসামি, একজন দেশান্তরী। তারা যে ইলেকশন করতে পারবে, জিতবে সেই বিশ্বাসটাই তো তাদের নষ্ট হয়ে গেছে। তারা জানে, বিজয়ের কোনো সম্ভাবনাই তাদের নাই। এখন তারা ইলেকশনকে কন্ট্রোভারসিয়াল করতে চায়। তারা মানুষের মনে দ্বিধা তৈরি করতে চায়, মানুষের ক্ষতি করতে চায়। মানুষ কেন তাদের ভোট দেবে?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে