ঢাকা : সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারই নাকি এই বিদ্রোহ ঘটিয়েছিল। কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়া একটি সরকার কেন এমন কাজ করবে? সে সময় উনি ক্যান্টনমেন্টের বাড়িতে থাকতেন। বিদ্রোহের আগে কেন উনি ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে আন্ডাগ্রাউন্ডে গেলেন?
প্রধানমন্ত্রীর দাবি, বিডিআর বিদ্রোহের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে ৪৫ বার ফোন করেছিলেন। এই বিদ্রোহের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের যোগসূত্র রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে সরকার গঠন করলাম। দুই মাসের মধ্যে শুধু পিলখানায় নয়, সমগ্র বাংলাদেশে সেই যুদ্ধ শুরু হয়েছিল। আমরা মাত্র দুদিনে কন্ট্রোল করি।
‘নতুন সরকার কেন একটা বাহিনীতে বিদ্রোহ ঘটাবে- প্রশ্ন রেখে খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি তখন ক্যান্টনমেন্টের বাসায় থাকতেন। বিডিআর বিদ্রোহ ৯টার দিকে শুরু হয়। সকাল সাড়ে ৭-৮টার মধ্যে কেন বাসা থেকে বের হয়ে উনি আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন? এর জবাব জনগণকে উনার দিতে হবে।
‘বিদ্রোহের আগের রাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে ফোন করেন’ দাবি করে শেখ হাসিনা বলেন, তার পুত্র লন্ডন সময় রাত ১টা-২টার মধ্যে ৪৫ বার ফোন করে তার মাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। কেন তার মাকে ঘর থেকে বের হয়ে যেতে বলেছেন?
তিনি বলেন, বিদ্রোহে নিহত ৫৭ জন সেনা অফিসারের মধ্যে ৩৩ জনই আওয়ামী লীগ পরিবারের সন্তান। তাদের কেন সেখানে পোস্টিং দেয়া হয়েছিল- সেটাও একটা প্রশ্ন। আমরা তখন মাত্র দুই মাস ক্ষমতায়। এ ষড়যন্ত্রের মূলোৎপাটন একদিন করবো।
প্রধানমন্ত্রী বলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছে, জিয়ার ক্ষমতা দখল ছিল সম্পূর্ণ অবৈধ। তাই তার সব কর্মকাণ্ডই ছিল অবৈধ। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই জাতির জনকের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, উনার কতবড় দুঃসাহস, মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ মানুষ প্রাণ দিলেন তা নিয়ে উনার সন্দেহ হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় জওয়ানরা বিভিন্ন দাবিতে সশস্ত্র বিদ্রোহ করে। এতে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। আরো ১৭ জন এ ঘটনায় প্রাণ হারান।
১১ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম