শুক্রবার, ০৮ অক্টোবর, ২০২১, ০৯:৪৯:০৫

আগামী সপ্তাহে সব পণ্যের দাম কমার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

আগামী সপ্তাহে সব পণ্যের দাম কমার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

যে সকল কম্পানী দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার হুশিয়ারি করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এদিকে ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন তিনি। 

আজ শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেখানে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়াও বিশ্ববাজারে চিনির দাম বেশি হওয়ায় আমাদের দেশে এর প্রভাব পড়েছে। তবে আগামী সপ্তাহে পেঁয়াজসহ সব পণ্যের দাম কমার আশ্বাস দেন মন্ত্রী।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে