দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর । ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা, বরিশাল ও খুলনার পাঁচ জেলায় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
গত শনিবার (৯ অক্টোবর) রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় ধাপের খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের পাঁচটি (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জ) জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের তালিকা নিম্নে দেওয়া হলো। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন