রাজধানীর ধানমন্ডিতে প্রায় এক কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নাম আরাফা আক্তার (শাশুড়ি) ও রবিন (জামাই)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বলা হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধারকৃত আইসের পরিমাণ ২৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সন্ধ্যা ৬টায় তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে প্রেস কনফারেন্স করে বিস্তারিত জানানো হবে।