বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০:২৪:২৪

সকল উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হলো বিএনপি: ওবায়দুল কাদের

সকল উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হলো বিএনপি: ওবায়দুল কাদের

বাংলাদেশের সকল উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হলো বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতায় এই সাম্প্রদায়িক শক্তি দুঃসাহস দেখাচ্ছে, মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামন্ডপ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জগন্নাথ হলে এসে পুরনো স্মৃতি মনে পড়ছে। অনেক আন্দোলন সংগ্রামের স্মৃতি বিজড়িত স্থান এই জগন্নাথ হল। এখানে জমজমাট উৎসবমুখর পরিবেশ দেখে ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে