১৭ ট্রাক সহ মানিকগঞ্জের পাটুরিয়ায় রো রো আমানত শাহ নামের একটি ফেরি ডুবে গেছে। আজ সকাল সোয়া ১০ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান ফেরি ডুবির ঘটনাটি এমটিনিউজ২৪.কমকে নিশ্চিত করেছেন।
তিনি এসময় আরো বলেন, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়া ঘাটের ৫ নং ফেরিঘাট নৌঙর করে বড় আকারে রো রো ফেরি আমানত শাহ। ফেরি থেকে দুই-থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সরেজমিনে গিয়ে ফায়ার সার্ভিস এর ডুবুরি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোন হতাহতর খবর পাওয়া যায়নি।