বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ০৯:৩৫:৪১

'সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তি প্রজন্মদের জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ দিতে হবে'

 'সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তি প্রজন্মদের জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ দিতে হবে'

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি জানিয়ে মুক্তিযোদ্ধার সন্তানেরা বলেছেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তি প্রজন্মদের জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ দিতে হবে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সম্প্রীতি শোভাযাত্রা ও আলোচনা সভায় তারা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্প্রীতি শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুজিব নগর সরকারের গার্ড অফ অনার প্রদানকারী ও মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন বীরবিক্রম (এসপি মাহবুব)। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে