রাজধানীর মিরপুরে লিমন ফকির (২৫) নামের এক তরুণের ম'রদে'হ উদ্ধারের ঘটনায় আ'ত্মহ'ত্যার প্র'রো'চনার একটি মামলা করেছেন পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, চাচির সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক ছিল। চাচা দেশে আসার খবরে সেই সম্পর্ক অ'স্বী'কার করেন চাচি। এ কারণে ভাতিজা লিমন আ'ত্মহ'ত্যা করতে পারেন। এ ঘটনায় অভিযু'ক্ত চাচিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্ব মনিপুরের ১১৩৩ নম্বর বাসা থেকে লিমন ফকিরের ঝু'ল'ন্ত ম'রদে'হ উদ্ধার করা হয়। ওই দিন ভোরের দিকে ম'রদে'হ উ'দ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।
তিনি বলেন, নিহ'ত লিমনের চাচা মালদ্বীপ প্রবাসী কয়েক বছর আগে টেলিফোনে বিয়ে করেন। লিমনের চাচি পড়াশোনো করতেন। মিরপুর কালসী এলাকায় থাতেন তিনি। এক পর্যায়ে চাচির সঙ্গে লিমনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের কারণে চাচি নিয়মিত লিমনের বাসায় যাতায়াত করতেন।
ওসি আরও বলেন, স্বামী শিগগিরই মালদ্বীপ থেকে দেশে আসছেন বলে লিমনকে জানান তিনি। এরপর তিনি আর লিমনের সঙ্গে দেখা করতে যান না। বিষয়টি লিমন মেনে নিতে পারেননি। এ কারণে গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।