ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন বিদিশা সিদ্দিক।
রবিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ছেলে শাহতা জারাব এরিককে সঙ্গে নিয়ে সিএমএইচে দেখা করেন বিদিশা।
দেখা শেষে বিদিশা সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম। তিনি আমার ও এরিকের কথা শুনেছেন। আমি বলেছি, শাদের জন্য কোনো চিন্তা করবেন না। আমরা আছি।’
এসময় রওশনের পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করার কথাও জানান বিদিশা। এদিকে, শনিবার (৩০ অক্টোবর) রওশনের ছেলে রাহগীর আল মাহি শাদ সংবাদমাধ্যকে জানান, তার মায়ের অবস্থা এখন উন্নতির দিকে।