শুক্রবার, ০৫ নভেম্বর, ২০২১, ০২:৪৬:৩৬

জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান ওবায়দুল কাদেরের

পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৫ নভেম্বর) সকালে নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে পরিবহন মালিক ও  শ্রমিকদের প্রতি এ আহ্বান জানান তিনি। 

ওবায়দুল কাদের বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন মালিক ও  শ্রমিকরা আজ থেকে 'পরিবহন ধর্মঘট'-এর যে ডাক দিয়েছেন তাতে পরীক্ষার্থী এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

আগামী রবিবার (৭ নভেম্বর) বিআরটিএ'র ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'সেখানে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে বাস্তবভিত্তিক মূল্য সমন্বয়ের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হবে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে