জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকে সারা দেশে বাস-ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে।
এদিকে, তেলের বর্ধিত মূল্য কমানোর দাবি আদায় না হলে, চলমান ধর্মঘট আগামী রবিবার পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।