হঠাৎ বন্ধ গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল! আর এমন এক পরিস্থিতিতে কক্সবাজারে বেড়াতে যাওয়া হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধ করে দেওয়ায় আটকা পড়া পর্যটকদের মাঝে যাদের বিশেষ কাজ রয়েছে, তারা অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে করে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালান সারাদিন।
কিন্তু অন্যসময়ের চেয়ে ভাড়া দু’তিনগুণ হওয়ায় বিকেল পর্যন্ত কক্সবাজার ত্যাগ করতে পারেননি। এদের অনেকে অনিচ্ছাসত্ত্বেও সৈকতের বালিয়াড়ি ও আশপাশে হেটে সময় ব্যয় করছিলেন। যোগাযোগ করছিলেন রাতে বাস ছাড়বে কিনা।
এদিকে আগের মতো সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার এসেছেন লাখো পর্যটক। এদের মধ্যে অনেক করপোরেট প্রতিষ্ঠান বাৎসরিক অনুষ্ঠানের আগের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে ছিলেন তারা এসেছিলেন আরও কয়েকদিন আগে। এ ধরনের পর্যটক অর্ধলাখ হবে বলে জানিয়েছে হোটেল সংশ্লিষ্টরা।