শনিবার, ০৬ নভেম্বর, ২০২১, ০৮:২৮:০৩

এমন কোনো কথা বলিনি, যা ইসলামের বিপক্ষে যায় : তথ্য প্রতিমন্ত্রী

এমন কোনো কথা বলিনি, যা ইসলামের বিপক্ষে যায় : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল দুই জেনারেল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন। ত্রিশ লাখ শহীদের রক্তে কেনা বাংলাদেশে জাতির জনকের লেখা সংবিধানে জিয়াউর রহমান হাত দিতে পারে না। তাই বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে থাকতে পারে না। 

আর দুর্নী'তিবাজ, স্বৈরাচার এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্রধর্ম ইসলাম। রাষ্ট্রধর্ম বলতে কিছু নেই। বাংলাদেশ অসা'ম্প্রদা'য়িক রাষ্ট্র। ধর্ম যার যার তার তার। এটা নিয়ে উ'গ্র হওয়ার, ধ'র্মা'ন্ধ হওয়ার কিছু নেই। স্বাধীনতাবিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোনো কথা বলিনি, যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়। আমি বলেছি ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে।’

শনিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়েকেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে