বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ০৪:২৮:৪১

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলে ভুল করেছি, আমি সত্যই অনুতপ্ত: কাদের মির্জা

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলে ভুল করেছি, আমি সত্যই অনুতপ্ত: কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।

তিনি বলেছেন, মানুষ ভুল ক্রটি করবে এটাই স্বাভাবিক। কেউই ভুল ক্রটির ঊর্ধ্বে নয়। গত এক বছরে আমার সব থেকে বড় যে ভুল ছিল, তা হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছি। বাংলাদেশের একজন সফল, সৎ, রাজনীতিবিদ ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার জন্য আমি সত্যই অনুতপ্ত।

গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) 'সত্য বচনের সফলতা ও ব্যর্থতার ১ বছর' উপলক্ষে রাত ৮টায় নিজের ফেসবুক অ্যাকউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলছি, প্রতিবাদ করেছি, করতে হবে। সফলতার সাথে প্রতিবন্ধকতা আছে, বর্তমান বাংলাদেশে দুর্নীতি মুক্ত কোনো মন্ত্রণালয় বা কোনো বিভাগ নেই। প্রায় সবগুলো দপ্তরেই কোনো না কোনোভাবে ছোট- বড় আকারে দুর্নীতি হয়।

তিনি বলেন, দুর্নীতির যে সংস্কৃতি এখন বাংলাদেশে চালু হয়েছে তা বন্ধ করতে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রথমে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের দিয়ে দুর্নীতি দমন কমিশন গঠন করে দুর্নীতি দমন কমিশনকে স্বায়ত্বশাসন দিতে হবে। তবেই দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে