টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই এবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। আর এখন সেই লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট দল এই মুহুর্তে বাংলাদেশে এসে অনুশীলন শুরু করেছে। আর অনুশীল করার সময় মাঠে নিজ দেশের পতাকা টাঙ্গিয়ে রেখেছিল পাক-ক্রিকেট দল। এ নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. মুরাদ হাসান বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।’