বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১০:৫০:৫৭

অল্পের জন্য রক্ষা ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭৪ জন যাত্রী

অল্পের জন্য রক্ষা ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭৪ জন যাত্রী

অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ৭৪ জন যাত্রী। বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। 

তবে ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। কিন্তু অবতরণের পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৯ জন যাত্রী সামান্য আহত হন বলে জানা গেছে।  সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় নোজ হুইল বের হওয়ার উপক্রম হয়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তাড়াহুড়ো করতে গিয়ে ৯ যাত্রী সামান্য আহত হন। পরে নভোএয়ারের পাইলট নিরাপদে বিমানটি অবতরণ করান। 

ওই উড়োজাহাজের যাত্রী রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলী আজগার জানান, উড়োজাহাজটি অবতরণের সময় এর সামনের চাকা ফেটে যায়। ফলে ওই বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বন্ধ রয়েছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে