সন্তান হারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না বলে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে ডিএসসিসি মেয়র তাপস বলেন ‘এ রকম গাফিলতি, কোনও অন্যায় বরদাশত করা হবে না।’
করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বুধবার (২৪ নভেম্বর) রাতে নগরীর কামরাঙ্গীচরের জাওলাহাটি এলাকায় গণমাধ্যমকে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘আসলে সন্তান হারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্ধি করি, এটা কী রকম বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।’
ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে ডিএসসিসি মেয়র তাপস বলেন ‘এ রকম গাফিলতি, কোনও অন্যায় বরদাশত করা হবে না। এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং তাদেরকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে, সেগুলোও আমরা নেবো। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাই কামনা করি।’