বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ২০২১, ০৯:২২:৫০

পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, পাকিস্তান হচ্ছে অকার্যকর দেশ, একটি ব্যর্থ রাষ্ট্র।

আর বঙ্গবন্ধুর বাংলাদেশ তার উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। ওই ব্যর্থ রাষ্ট্রের দোসররা বাংলাদেশে এখনো রয়েছে। এখনো তারা পাকিস্তানের পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতে চায়। লজ্জা এবং ঘৃণার সঙ্গে বলতে হয় আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সাথে খেলায় বাংলাদেশকে বাদ দিয়ে পাকিস্তানকে সমর্থন করে।

তিনি আরো বলেন, আইয়ুব খানের সরকার সেনাবাহিনীতে বাঙালীদের মাত্র সাত শতাংশ সুযোগ দিতো, বাকী ৯৩ শতাংশ জনবল নিয়োগ করা হতো পশ্চিম পাকিস্তান থেকে। অথচ তৎকালীন মোট জনগণের ৫৬ শতাংশই ছিলো বাঙালী, পশ্চিম পাকিস্তানে ছিলো মাত্র ৪৪ শতাংশ। আইয়ুব খান একটি বইয়ে লিখেছিলেন, ‘বাঙালীরা খাটো লোক, নন মার্সালাইজ, নিরীহ, কাপুরুষ, তারা যুদ্ধ করতে জানেনা। এজন্য তাদেরকে পাকিস্তানী সেনাবাহিনীতে নেয়া হয়না।থ তারা বাঙালীদের উপেক্ষা এবং অবজ্ঞা করতো। এই উপেক্ষিত বাঙালীর কাছে পাকহানাদাররা মাথা নত করে, হাটু গেড়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে