শুক্রবার, ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৬:২৩

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন Oppo

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন Oppo

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে স্মার্ট ডিভাইস ব্র্যান্ড Oppo। ‘এ’ সিরিজের সর্বশেষ সংস্করণ এ৯৫ ফোনটি সারাদেশে একযোগে উন্মোচন করা হয়। Oppo গ্লোয়িং রেইনবো সিলভার ও গ্লোয়িং স্ট্যারি ব্লাক কালারের ফোনটির দাম ২২,৯৯০ টাকা। বুধবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, ফোনটির রয়েছে পাঞ্চ হোল এমোলেড এফএইচডি ডিজাইনের ৬.৪৩ ইঞ্চি ডিসপ্লে। ৫০০০ এমএএইচ এর ব্যাটারি ৩৩ ওয়াটের ফ্লাশ চার্জার। ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থিত ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। ৪৮ মেগাপিক্সেল এর মধ্যে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরার সাথে এআই বিউটিফিকেশন ও ফ্রন্ট নাইট মোড ফিচার।

অপারেটিং সিস্টেম কালারওএস ১১.১ সম্বলিত ফোনটিতে রয়েছে ফ্লেক্সড্রপ, হাইপার বুস্ট টেকনোলজি, গেইম অ্যাসিসটেন্ট, গেম ফোকাস মোড ও বুলেট নোটিফিকেশন। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্যাপড্রাগন টিএম ৬৬২ ইঞ্চি। ফিঙ্গারপ্রিন্ট, ওয়্যার ও ফায়ার-রেজিসট্যান্ট সম্বলিত ফোনটিতে আছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে