শনিবার, ০৪ ডিসেম্বর, ২০২১, ০৮:৩৬:৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দ্বিগুণ মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দ্বিগুণ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে।
দেশে করোনায় মৃত্যু দ্বিগুণ

শনিবার (৪ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৬৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৬ হাজার ৪২৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ৭ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬২ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৪৮ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে