রবিবার, ০৫ ডিসেম্বর, ২০২১, ০৩:৫৫:০৫

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রীদের ড্রেস পরে মায়েরাও ঢুকে পড়ছে: তথ্যমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রীদের ড্রেস পরে মায়েরাও ঢুকে পড়ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেখানে তাদের ৩০-৩৫ বয়সী মায়েরা ঢুকে গেছেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এখন শিক্ষার্থীদের আন্দোলনে দেখা যায় ৩০-৩৫ বছর বয়সী মায়েরাও ঢুকে গেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম একটি রাজনৈতিক দলের ৩৫ বছর বয়সী নেত্রী ছাত্রীদের ড্রেস পরে আন্দোলন করছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা আজ যে আন্দোলন করছে সেজন্য আমরা সহানুভূতিশীল। তারা হাফ ভাড়ার জন্য আন্দোলন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে সারাদেশে বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকর করেছেন। এছাড়া ঢাকায় বেসরকারি বাস মালিক সমিতি শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করেছে।

হাছান মাহমুদ বলেন, কেবল শিক্ষার্থী নয়, আমরাও নিরাপদ সড়ক চাই। তারা যে দাবি জানিয়েছে আমরা তাতে সমর্থন করি। কিন্তু রাস্তা আটকে আন্দোলন করা কতটা যৌক্তিক। অন্য মানুষকে ভোগান্তিতে ফেলে আন্দোলন করা কতটুকু যৌক্তিক এ প্রশ্নও থেকে যায়।

তিনি বলেন, গতকাল টেলিভিশনে আমি বেশ কিছু মুখ দেখলাম যাদের দেখে স্কুলের শিক্ষার্থী বলে মনে হয়নি। শিক্ষার্থীদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছে এবং সেখানে রাজনৈতিক উদ্দেশ্য ঢুকে গেছে। শিক্ষার্থীদের যেন কেউ রাজনৈতিক ক্রীড়ানক হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে