নানান সমালোচনার মু'খে সোমবার রাতে তথ্য প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ডা. মুরাদ হাসানের উদ্দেশ্যে লিখেছেন, ‘শাস্তি আপনার প্রাপ্য।’
তারানা হালিম ওই পোস্টে আরও লিখেছেন, ‘আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এই সিদ্ধান্ত নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন, কঠোর হতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা। ভবিষ্যতে সব লু'টে'রা, ঘু'ষখো'র, ল'ম্প'টদের বিরুদ্ধে আপনার এমন ক'ঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক। এই দৃষ্টা'ন্ত যেন সকলের জন্য শিক্ষার কারণ হয়।’