মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১, ১২:৩৩:০৩

২৪ ঘণ্টার মধ্যে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টের

২৪ ঘণ্টার মধ্যে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সরানোর নির্দেশ হাইকোর্টের

নারীদের নিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে