তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দপ্তর পুনরায় সাজানোর কাজ শুরু হয়েছিল ১০ দিন আগে। চলছিল নতুন ডেকোরেশন। আর এক দিন হলেই কাজ শেষ হতো। তারপরই নতুন কক্ষে বসার কথা ছিল ডা. মুরাদ হাসানের। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস। নতুন কক্ষে তার আর বসা হলো না।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে কক্ষটি পরিদর্শন করার সময় যারা কাজ করছিলেন তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেছিলেন, সুন্দরভাবে কাজটি করো। আর কতদিন থাকি না থাকি জানি না।
নানা ইস্যুতে সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে গেল রাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবারের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে বলে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।