বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ১১:৪১:২১

আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন: মুরাদ হাসান

আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেবেন: মুরাদ হাসান

নানা বিতর্কিত মন্তব্য করে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন। বুধবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে মাফ চান মুরাদ। এর আগে গতকাল এক স্ট্যাটাসে ‘মা-বোনদের’ কাছে ক্ষমা চান তিনি।

বেশ কয়েকদিন ধরেই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় কেন্দ্রবিন্দুতে ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। যাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছিল। এর মাঝেই একটি অড়িও প্রকাশ হয় তাকে ঘিরে। যেখানে তিনি চিত্রনায়িকা মাহিয়া মাহীকে নানা ধরনের অশালীন কথা বলেন একই সঙ্গে তাকে হুমকিও দেন। 

মুরাদ তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, পরম শ্রদ্ধেয় মমতাময়ী মা, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা, আমি কোনো ভুল করে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। আপনি যে সিদ্ধান্ত দিবেন তা আমি সব সময়ই মাথা পেতে নিব আমার বাবার মতো।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় শেখ হাসিনা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে