বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ০২:১৩:১৪

ধানমন্ডির বাসায় চুরি, লন্ডনে বসে দেখলেন মালিক

ধানমন্ডির বাসায় চুরি, লন্ডনে বসে দেখলেন মালিক

রাজধানী ঢাকার বাসায় চুরির ঘটনা লন্ডনে বসে  সিসিটিভি ক্যামেরায় দেখলেন মালিক। ঘটনা বুধবার ভোর ৬টার। ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৭৭/বি বাড়ির তিনতলায় এই চুরি হয়। 

বাড়ির মালিক একরামুল ওয়াদুদ সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনাটি দেখে নিরাপত্তাকর্মীকে ফোনে জানান। এই ঘটনায় ধানমন্ডি থানায় অভিযোগ করেছেন ওই বাসার নিরাপত্তাকর্মী।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বুধবার ভোর ৬টা ১০ মিনিটের দিকে ওই বাসার দক্ষিণ-পশ্চিমের রুমের জানালার গ্রিল কে'টে প্রবেশের চেষ্টা করে দুই চো'র। ৫ মিনিট পর মুখে কালো মাস্ক পরা এক চো'র গ্রিল কে'টে রুমে প্রবেশ করে। এরপর রুমে ঢুকেই সিসিটিভি ক্যামেরা দেখে ওই চো'র ক্যামেরার সামনে কাগজ লাগিয়ে দেন। আরেকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক রুম থেকে অন্যরুমে প্রবেশের চেষ্টা করেন চো'রেরা।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, লন্ডন প্রবাসী একরামুল ওয়াদুদ ধানমন্ডির পাঁচতলা বাড়ির তিনতলায় বসবাস করতেন। তিনি দেশের বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন আফাজ নামের এক নিরাপত্তাকর্মী। ঘটনার দিন ভবনের তৃতীয় তলায় দক্ষিণ-পশ্চিম কোণের রুমের জানালার গ্রিল কে'টে দুই চো'র প্রবেশ করে। তখন তারা প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ কয়েক লাখ টাকা চু'রি করে নিয়ে যায়। সেইঙ্গে রুমের কয়েকটি আলমারি ত'ছন'ছ করে।

ঘটনার পর ধানমন্ডি থানার পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সিআইডির ক্রা'ইম ইউনিট আলামত সংগ্রহ করেছে।

বাসার নিরাপত্তাকর্মী আফাজ গণমাধ্যমকে জানান, ঘটনার দিন তিনি ঘুমিয়ে ছিলেন। তার মালিক বিদেশ থেকে চু'রির বিষয়টি জানান। পরে তিনি রুমে ঢু'কে দেখেন স্বর্ণসহ নগদ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে গেছে চো'রচ'ক্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে