বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ১১:৩৪:০৬

বিচারকের রায় পড়ার আগ মুহুর্তে যা করছিল আবরার হত্যার আসামিরা

বিচারকের রায় পড়ার আগ মুহুর্তে যা করছিল আবরার হত্যার আসামিরা

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক। বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান ২২ আসামির উপস্থিতিতে ২৫ আসামির বিরুদ্ধে রায় পড়া শুরু করেছেন।

রায় ঘিরে সকালেই আদালত প্রাঙ্গণে উপস্থিত হন আসামিদের স্বজনেরা। এদিন আসামিদেরও সকালে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় আদালতে। পরে তাদের তোলা হয় এজলাসে। আদালত কক্ষের ঠিক অপর পাশের ছোট খাচার মতো (আদালত কক্ষের ডকেট) দেখতে কাঠগড়ায় হাজির রয়েছেন আবরার হত্যা মামলার ২২ জন আসামি। রায় নিয়ে আসামিদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে। বিচারক রায় পড়া শুরু করলে আসামিদের কেউ দোয়া পড়ছেন, আবার কেউ একজন আরেক জনের সঙ্গে গল্পগুজব করতে দেখা যায়।

বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের দ্রুত বিচার আদালতে-১ এর কক্ষে আবরার হত্যা মামলার রায় ঘোষণা করার আগ মুহূর্তের দৃশ্য এটি। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ২২ আসামিকে আদালতে আনা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে