বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ০৩:৩৫:৪৪

মাওলানা না থাকায় নিজেই মোনাজাত ধরেন পরিকল্পনামন্ত্রী

মাওলানা না থাকায় নিজেই মোনাজাত ধরেন পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় ওই স্কুল উদ্বোধনকালে কোনো মাওলানা না থাকায় নিজেই মোনাজাত ধরেন পরিকল্পনামন্ত্রী।

মোনাজাতে এমএ মান্নান বলেন, হে আল্লাহ সকল অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও। হে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে