মেধা তালিকায় পঞ্চম হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি হচ্ছে না বাবা হারা মেয়ে বরিশালের আসপিয়ার। এদিকে, আসপিয়ার চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।
আসপিয়ার ঘটনায় ফেসবুকে কবি নির্মলেন্দু গুণ লেখেন, ‘ভূমিহীন হলে পুলিশের চাকরি করা যাবে না- এ রকম একটা আইন আছে, সেটাই তো জানতাম না। মেধা তালিকায় পঞ্চম হয়েও ভূমিহীন বলে বরিশালের আসপিয়া চাকরি পাবে না, এটা হতে পারে না। হতে দেওয়া যায় না। এই আইন বাতিল কিংবা সংশোধন করে তাকে চাকরি দেওয়া হোক। নইলে আমি অনশনে বসব।’