শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১, ১১:১০:০৩

বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে ৭২ ঘণ্টার ভালোবাসা নিয়ে দেশে ফিরব। পশ্চিমবাংলাবাসী এখনও ভোলেনি ৫০ বছর আগের মুক্তিযুদ্ধের চেতনা। আপনারা সেদিনও পাশে ছিলেন, আজও আছেন। বাংলার ভালোবাসা আজও অটুট। আমি মনে করি বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত। এরমধ্যে কোনো কৃত্রিমতা নেই।

আজ শনিবার (১১ ডিসেম্বর) কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ওনার আমলে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট এবং ট্রাফিক লক্ষ্যণীয়ভাবে উন্নয়ন হয়েছে। গাড়ি চালিয়ে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান গেছি। এমনকি কলকাতাতেও গাড়ি চালিয়ে এসেছি। রবিবারও গাড়ি চালিয়ে পেট্রাপোল যাব। সেখান থেকে বাংলাদেশে ফিরব।

প্রতিমন্ত্রী বলেন, হাইওয়েতেও ৮০ কিলোমিটারের বেশি গতিতে কেউ গাড়ি চালাচ্ছেন না। চমৎকার সড়ক, যানজট নেই, দুর্ঘটনার ঝুঁকিও কম। অন্তত ঢাকার থেকে কম। পশ্চিমবঙ্গের ট্রাফিক পরিচালনা ব্যবস্থার প্রশংসা করেনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে