আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায় সুস্থ হয়ে গেছেন। আর কদিন পরই তিনি বাসায় ফিরতে পারবেন। আজ বৃহস্পতিবার সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন সাংবাদিকদের এসব কথা জানান।
এর আগে গতকাল বুধবার ডা. শারফুদ্দিন জানান, এখন অনেকটা ভালো আছেন ওবায়দুল কাদের। ব্লাড প্রেসার ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। আগামী ২-৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। বর্তমানে তার কোনো শ্বাসকষ্ট নেই বলে জানান এ চিকিৎসক।