নিউজ ডেস্ক : বাংলাদেশের ইতিহাসে এই মন্দিরটির গুরুত্বই আলাদা৷ কারণ ১৯৭১ সালে এই মন্দিরটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল পাকিস্তানি সেনা৷ মন্দিরের ভিতরে চলেছিল হত্যালীলা৷ ১৯৭১ সালের ২৭ মার্চ রাতে ঐতিহ্যবাহী রমনা কালীবাড়িতে আক্রমণ চালাই পাক বাহিনী৷ এই মন্দিরের ভিতরেই ছিল মা আনন্দময়ীর আশ্রম৷
সেই রমনা কালী বাড়িকেই নতুন করে গড়ে তোলা হয়েছে৷ নতুন করে ভক্তদের স্বাগত জানাতে তৈরি বাংলাদেশের এই বিখ্যাত কালী মন্দির৷ সম্প্রতি ভারতের অর্থায়নে মন্দিরটির সম্প্রসারিত নতুন ভবনের সংস্কারকাজ সম্পন্ন হয়। রমনা কালী মন্দিরের নতুন ভবন উদ্বোধন করেছেন ঢাকা সফরতর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ভবনটির উদ্বোধন শেষে ভারতের রাষ্ট্রপতি মন্দিরে পূজা অর্চনা ও প্রার্থনা করেন। পরে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে রমনা কালী মন্দিরে আসেন ভারতের রাষ্ট্রপতি। এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মন্দির প্রাঙ্গণে তাদের অভ্যর্থনা জানান।