মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিতে যাচ্ছে বাংলাদেশ। দ্বীপ দেশটির সঙ্গে মিলিটারি ডিপ্লোম্যাসির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালদ্বীপ সফরের সময়ে এই যানগুলো হস্তান্তর করা হবে। আজ রোববার প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
তিনি বলেন, ‘মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রদেয় ১৩টি সেনাযান বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।’
যানগুলো ২ ও ১২ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আর্মড ফোর্সেস ডিভিশন বিষয়টি দেখছে এবং মালদ্বীপের অনুরোধের পরিপ্রেক্ষিতে গাড়িগুলো তারা নির্বাচন করেছে। নির্বাচনের পরে আমরা মালদ্বীপ সরকারকে বিষয়টি জানাই এবং তখন তারা এটি নিতে আগ্রহ প্রকাশ করে।’
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উন্নত দেশ মালদ্বীপে অনেক বাংলাদেশি কাজ করছেন এবং আগামীতে সেখানে কাজের সম্ভাবনা বাড়বে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ‘এবারের সফরে বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা আছে।’
এর আগে কিছু স্বাস্থ্যকর্মী পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার মালের উদ্দেশে রওনা হবেন এবং এবং ২৪ ডিসেম্বর ঢাকায় ফিরবেন।