সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ১২:৩৯:৩৯

আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রস্তাব দিল বাংলাদেশ

আফগানিস্তানে খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রস্তাব দিল বাংলাদেশ

আফগানিস্তানের মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৭তম বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সহযোগিতার ঘোষণা দেন বলে সোমবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, কাউন্সিলের বৈঠক পররাষ্ট্রসচিব খাদ্য, আশ্রয় এবং সামাজিক পরিষেবার তীব্র ঘাটতির কারণে আফগান জনসংখ্যার বৃহত্তর অংশের ওপর অর্থনৈতিক ও মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সচিব বলেন, এ সংকট শীতকালে আরও প্রকট হতে পারে।

পররাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন, আফগানিস্তানের অন্তর্ভুক্তিমূলক আর্থসামাজিক উন্নয়ন নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে, যাতে সমাজের সব অংশ কার্যকরভাবে তাদের দেশের পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে পারে এবং আঞ্চলিক সম্প্রীতি বজায় রাখতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে