সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৫:০৫:০৯

'প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ-পোষণ করতে হবে'

'প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ-পোষণ করতে হবে'

২০১৩ সালের আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে পিতামাতার ভরণ-পোষণ করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত প্রবীণ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় সন্তানদের আয় থেকে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ দিয়ে, পিতা-মাতাকে সহযোগিতারও আহ্বান জানান তিনি। সন্তানদের শুধু পিতামাতার ভরণপোষণ দিলেই হবে না, তাদের সব বিষয়ে খোঁজ-খবর রাখতে হবে। শুধু পিতামাতার সেবা করলেই হবে না, সন্তান যদি চাকরি করে তাহলে সন্তানের বেতন থেকে বৃদ্ধ বয়সে তাদের কিছু অংশ দিতে হবে।
প্রধান বিচারপতি বলেন, সন্তানরা তাদের পিতামাতার ভরণ-পোষণ দেওয়ার পাশাপাশি দাদা-দাদি নানা-নানির প্রতি দায়িত্বপালন করবেন।

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে