সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৭:১৯:৪৫

মানবিক সহায়তার জন্য আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠাবে বাংলাদেশ

মানবিক সহায়তার জন্য আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক : মানবিক সহায়তার আওতায় আফগানিস্তানে খাবার ও ওষুধ পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি অধিবেশনে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ ঘোষণা দেন। সোমবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে আফগানিস্তানে খাবার, আশ্রয় ও সামাজিক সেবার ব্যাপক সংকট থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে মাসুদ বিন মোমেন বলেন, শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আফগানিস্তানের পুনর্গঠন ও আঞ্চলিক শান্তির স্বার্থে অংশগ্রহণমূলক উন্নয়নে জোর দিয়েছেন তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তানের উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে পারে। কারণ, বাংলাদেশ এই অঞ্চলের জন্য ভাগ করা সমৃদ্ধির স্বপ্ন অর্জনের জন্য আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চায়। এ ছাড়া বৈঠকে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে