মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ০৬:৩০:৪৫

পলাতক জঙ্গি মেজর জিয়ার অবস্থান সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক জঙ্গি মেজর জিয়ার অবস্থান সম্পর্কে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পলাতক মেজর (বহিষ্কৃত) সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন বাংলাদেশে নেই। তারা অন্য কোনও দেশে পালিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে। যত দ্রুত সম্ভব মূল আসামিদের গ্রেফতার করে সাজা প্রদান করা হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ৩টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধার ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ৩৪ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ১০ ফুট উচ্চতার রণাঙ্গনে যুদ্ধরত মুক্তিযোদ্ধার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিজিৎ হত্যা মামলার রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মেজর জিয়া চতুর লোক। আমাদের কাছে যতটুকু তথ্য আছে, মেজর জিয়া ও আকরাম হোসেন অন্য দেশে পালিয়ে গেছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে, যত দ্রুত সম্ভব তাদের ধরে এনে রায় কার্যকর করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে